ডেলিভারি ও রিটার্ন পলিসি – WP Theme Bazar
📦 ডেলিভারি পলিসি:
✅ ডিজিটাল পণ্য: পেমেন্ট সফল হলে থিম/প্লাগিন আপনার প্রদানকৃত ওয়েবসাইট এ লাইসেন্স কি দিয়ে একটিভ করে দেওয়া হবে।
✅ লাইসেন্স কি দিয়ে একটিভ করে দেওয়া হবে আপনাকে লাইসেন্স দেওয়া হবে না। শুধুমাত্র একটিভ করে দেওয়া হবে। কিছু কিছু থিম ও প্লাগিন একটিভ করার জন্য ১-২৪ ঘণ্টা সময় লাগতে পারে। অর্ডার ডেলিভারী ইমেইলে জানিয়ে দেওয়া হবে।
✅ ডেলিভারী করার পর নিজ দায়িত্বে আপনার প্রদানকৃত পাসওয়াড পরিবর্তন করে নিবেন।
🔄 রিটার্ন ও রিফান্ড পলিসি:
✅ রিফান্ড কেবলমাত্র নিম্নলিখিত ক্ষেত্রে দেওয়া হবে:
– একটিভেশন সংকান্ত সমস্যা হলে এবং আমাদের সাপোর্ট টিম তা সমাধান করতে ব্যর্থ হলে।
– আমাদের একটিভকৃত থিম/প্লাগিন কাজ না করলে এবং আমরা সমাধান দিতে না পারলে।
✅ রিফান্ড প্রদান করা হবে না:
– ভুল পণ্য ক্রয়ের ক্ষেত্রে।
– ব্যক্তিগত পছন্দ পরিবর্তনের জন্য।
– ওয়েবসাইট এ একটিভ করার পর রিফান্ড দেওয়া হবে না্
📌 বিস্তারিত জানতে আমাদের Refund Policy পেজ দেখুন।